lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-09T09:30:48Z
ব্রেকিং নিউজ

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে প্রবাসীর মৃত্যু

Advertisement


 

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৭ টার দিকে শার্শার সদর ইউনিয়নের চটকাপোতা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত হাবিবুর রহমান হাবিব শার্শা ইউনিয়নের চটকাপোতা এলাকার জিহাদ আলীর ছোট ছেলে।সে গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন


স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সকালে লাউতাড়া মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী সুমি আক্তার দেখে পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।