lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-11T16:51:06Z
ব্রেকিং নিউজ

আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান পাবিপ্রবি ছাত্রলীগের

Advertisement


 


নাজমুল ইসলাম, পাবিপ্রবি: শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।


এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের জনদুর্ভোগ তৈরি না করে ক্লাসে ফিরে আসার আহ্বান জানান। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়। এরপর প্রশাসনিক ভবন, স্বাধীনতা চত্বর অতিক্রম করে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়।


মিছিল শেষে ক্যাফেটেরিয়ার সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ বলেন, 'চলমান যে কোটা আন্দোলন চলছে এই আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাবো ক্লাস পরীক্ষায় ফিরে যেতে। এই আন্দোলনে বিএনপি-জামাতের ইন্দন থাকতে পারে, আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের ইন্দনে পা দেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা বলবো আদালত কোটা নিয়ে যে রায় দিয়েছেন সে রায় মেনে নিয়ে আপনারা ক্লাসে ফিরে যান। আপনারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ তৈরি করবেন না। বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সাথে ছিল, আগামীতেও আপনাদের সাথে থাকবে।'


ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন, 'কোটা আন্দোলন নিয়ে সারাদেশকে একটি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ভেবে দেখবেন বলে আমরা বিশ্বাস করি। সাধারণ শিক্ষার্থীদের বলবো জনদুর্ভোগ তৈরি করে কোন কিছুই আদায় করা সম্ভব নয়, তাই আপনারা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাসে ফিরে যান। কোটা সমস্যার সমাধান সরকার অবশ্যই করবেন।"