Advertisement
জহিরুল ইসলাম,যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় রাতের আধারে দুর্বৃত্তরা পেঁপে বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান টাওরা গ্রামের আবুল খায়েরের ছেলে মিন্টু (৪৬)। তিনি একজন চাষী ও মুদি ব্যবসায়ী। ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি চাষাবাদ করেন। ভুক্তভোগীর দাবী এলাকার কিছু অসাধু ব্যক্তিরা প্রায় সময় তাকে সর্বস্বান্ত করার জন্য এমন অপকর্ম করে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, টাওরা গ্রামের মিন্টু ৩ পাঁচ বিঘা জমি লিজ নিয়ে পেঁপের চাষ করেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় ফলন্ত পেঁপে গাছ কেটে দেয়, আনুমানিক ৫০,০০০ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।