Advertisement
নিজস্ব প্রতিবেদক:
রোটারী ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ডি-৬৪ এবং বাংলাদেশের ৩৭ বছরের ঐতিহ্যবাহী সংগঠন রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর রোটারি বর্ষ ২০২৪-২৫ এর কার্যকরী কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম ও সেক্রেটারি রোটারিয়ান মোঃ সালেক সাব্বির সহ ১৭ সদস্য কার্যকরী কমিটির দ্বায়িত্ব গ্রহন।
কমিটির অন্যান্যরা হলেন -
সদ্য বিদায়ী সভাপতি : রোটাঃ মোহাম্মদ মামুনুর রশিদ
সভাপতি ইলেক্ট : রোটাঃ মোঃ তোফায়েল আহমেদ সিন্টু
সহ সভাপতি : রোটাঃ মিতা চৌধুরী
সহ সভাপতি : রোটাঃ পিপি এস এম হোসেন শাহী
জয়েন্ট সেক্রেটারি : রোটাঃ মোঃ ফারুক হোসেন
ট্রেজারার : রোটাঃ পি পি ইফতেখার হোসেন
ক্লাব লার্নিং ফেসিলিটেটর : রোটাঃ পিডিজি এ এফ এম আলমগীর
চেয়ারম্যান ক্লাব অ্যাডমিনিষ্ট্রেশন : রোটাঃ পি পি মোঃ মনসুর আলম
চেয়ারম্যান মেম্বরশীপ : রোটাঃ পিপি আকতার জাহান
চেয়ারম্যান পাবলিক ইমেজ : রোটাঃপিপি রফিকুল হায়দার চৌধুরী
চেয়ারম্যান সার্ভিস প্রোজেক্ট : রোটাঃ পি পি মোঃ সেলিম সোলায়মান
চেয়ারম্যান রোটারী ফাউন্ডেশন : রোটাঃ পি পি হোসনে আরা চৌধুরী
এডিটর : রোটাঃ পি পি মুহাম্মদ মনিরুল হক মনির
সার্জেন্ট এট আর্মস : রোটাঃ পিপি কাজল কান্তি চৌধুরী
সার্জেন্ট এট আর্মস : রোটাঃ পিপি রিয়াজুল ইসলাম রিজু।
উল্লেখ্য রোটারী ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সেবা সংস্থা। ১৯০৫ খ্রিষ্টাব্দ থেকে সারা বিশ্বে কাজ করে যাচ্ছে রোটারী ইন্টারন্যাশনাল। পোলিও মুক্ত বিশ্ব গড়তে রোটারী ইন্টারন্যাশনাল এর অবদান অনস্বীকার্য।
রোটারিয়ান পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ এর হাত ধরে রোটারী ক্লাব অফ ঢাকা নর্থ ইস্ট ১৯৮৭ সালে তাদের যাত্রা শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হল অন্ধ ও প্রতিবন্ধীদের (ব্যাপটিস্ট মিসন ইন্ট্রিগেটেট স্কুল- বি.এম.আই.এস, ঢাকা, বশির উদ্দীন স্কুল এন্ড কলেজ, ঢাকা, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ - কেপিবিএস) অধ্যায়নরত মেধাবী ও আর্থিক অস্বস্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, এছাড়াও পাবনা জেলার কাশিনাথপুর এ 'আরসিসি কাশিনাথপুর 'এর মাধ্যমে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত, স্বাস্থ্যকর টয়লেট বিতরণ, করোনা মোকাবেলায় মাস্ক বিতরণ, দরিদ্র ও বিধবাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন হস্তান্তর, এদ্রাকপুর কে.এ আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়,শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ এ অধ্যায়নরত আর্থিক অস্বস্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান উল্লেখযোগ্য ।