lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-11T17:34:33Z
সড়ক দুর্ঘটনা

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না নানি নাতনির

Advertisement


 

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 


পঞ্চগড়ের আটোয়ারীতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নানি ও নাতনির। সড়ক দুর্ঘটনায় নিহত ওই মহিলা বড়দাপ কনপাড়ার মৃত দুলাল হকের স্ত্রী মোছাঃ বেগম (৪৫)। তার সাথে নিহত নাতনি একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে আয়শা আক্তার (৩) বলে জানা যায়। 



বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আরডিআরএস অফিসের সামনের এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 



স্থানীয় জয়বাবু নামের এক ব্যাক্তি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন তারা। তাদেরকে বহনকারী অটোরিকশাটি বড়দাপ আরডিআরএস অফিসের সামনে এসে দারায়। পরে অটোর ভাড়া দিয়ে পিছনে ফেরার সময় পল্লী বিদ্যুৎতের দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে ওই নানি নাতনি ধাক্কা খায়।



পরে মাইক্রোবাসের চালক তাদেরকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থান আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করেন। পরে ঠাকুরগাঁও নেওয়ার পথে নানি নাতনি মারা যায়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 



এনিয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নানি ও নাতনি দুজনের নিহতের খবর আমরা পেয়েছি। সড়ক পরিবহন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা নিশ্চিত করেন এই কর্মকর্তা৷