lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-07T17:36:34Z
ধর্ম

ভালুকায় ৯ দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব

Advertisement


 


মোঃ বাহার মিয়া, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ইস্কন ভালুকা উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব রোববার (৭ জুলাই) বিকালে শুরু হয়েছে। উক্ত রথযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী অফিসার আলিনূর খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, ভালুকা মডেল থানা পুলিশ (তদন্ত ওসি) জাহাঙ্গীর আলম, সাবেক ভাইস চেয়ম্যান রফিকুল ইসলাম পিন্টু ও এডভোকেট রাখাল চন্দ্র প্রমুখ।  

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

রথের শোভাযাত্রা ভালুকা রায়বাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গা মন্দির থেকে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দির, ভালুকা বাজার হয়ে মধ্যপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও শ্রী নকুল চন্দ্র মন্ডলের বাড়ী পর্যন্ত গিয়ে এই রথযাত্রা শেষ হয়েছে। আবার ১৫ জুলাই বিকেলে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে কেন্দ্রীয় ভালুকা রায়বাড়ী শ্রীশ্রী দূর্গা মন্দিরে আনা হবে।

শুভ রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ভালুকায় ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠান মালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, ভজন কির্তন ও বৈদিক নাটক প্রতিদিন। 

শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ইস্কন ভালুকা উপজেলা শাখার সভাপতি শ্রীমান তপনিতাই দাস অধিকারী (তপন রায়) বলেন, ভালুকায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা হয়েছে। শোভাযাত্রায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত ছিল। মহোৎসব সফল করতে ভালুকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার দেওয়া হয়েছে। এ ছাড়া শোভাযাত্রায় আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল।