lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-09T09:19:41Z
ব্রেকিং নিউজ

শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ : শিক্ষকদের ক্লাস বর্জন

Advertisement


 

পলাশ হোসেন, পাবনা :

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সম্মানিত শিক্ষিকা সাথে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হাসান মামুন অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সমিতির ক্লাস  বর্জন  ও এর  বিচার চেয়ে  অবস্থান কর্মসূচি পালন। 


০৯ (জুলাই)  মঙ্গলবার দুপুর ১২ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রশাসনিক ভবনের সামনে  অবস্থান কর্মসূচি পালন করেন। 


 পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সমিতির সভাপতি  ড. ইঞ্জিনিয়ার ফরহাদ ইবনে আল ইমাম সভাপতিত্বে  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ মাহমুদ সঞ্চালনায় ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল শিক্ষক -শিক্ষিকা উপস্থিত ছিলেন। 


ইঞ্জিনিয়ার মাহমুদা আক্তার বলেন, পরীক্ষা  চলাকালীন আমার পরীক্ষার হল রুমে কলেজ ছাত্রলীগের সভাপতি  জাহিদ হাসান মামুন প্রবেশ করে এ সময় আমি তাকে ক্লাস রুম থেকে বের হতে বললে সে আমার সঙ্গে অসৌজন্যমূলক  আচরণ করেন। এর প্রতিবাদে আমরা সকল পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষিকা ক্লাস বর্জন অবস্থান কর্মসূচি পালন করছি এবং এর বিচার চায়। 


এ বিষয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সোলাইমান বলেন, এ বিষয় নিয়ে আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। আমি এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি তাদের বলেছি ৫ দিনের মধ্যে রিপোর্টটি সাবমিট করার জন্য রিপোর্ট অনুযায়ী আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব ।