lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-11T16:44:13Z
ব্রেকিং নিউজ

বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার ১০ম ত্রৈবার্ষিক কাউন্সিল-২৪ অনুষ্ঠিত

Advertisement


 

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার ১০ম ত্রৈবার্ষিক কাউন্সিল-২৪ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আটোয়ারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসকে কমিশনার, একই প্রতিষ্ঠানের মোঃ জরিফ হোসেন চৌধুরী মনিকে সম্পাদক এবং আলোয়াখোয়া তফশিলি সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজেদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই কাউন্সিল অনুষ্ঠিত হয়। 


এসময় ২৪৬ জন কাউন্সিলরের উপস্থিতিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। 


এছাড়াও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র-৩ (দেবীগঞ্জ) এর উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সাবেক আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) আরিফ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলার কমিশনার দীপক চন্দ্র সরকার, সম্পাদক দেলোয়ার হোসেন, আটোয়ারী উপজেলা সাবেক সম্পাদক মোজাম্মেল হক সহ আমন্ত্রিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।