lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-01T12:46:57Z
সারাদেশ

রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পোনামাছ অবমুক্তকরণ - BD Prokash

Advertisement

 

মোঃ মাসুদ রানা,      খাগড়াছড়ি প্রতিনিধিঃ


‌"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্প্রতিবার (০১ আগষ্ট) সকাল ১১টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন  উপজেলা মৎস্য কর্মকর্তা  প্রনব কুমার সরকার (অতিঃ দাঃ)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আহসান নীলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু।        



পোনামাছ অবমুক্তকরণে প্রায় ২০ কেজি রুই, কাতল, পাঙ্গাশ সহ বিভিন্ন প্রজাতির মাছ উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মৎস্যচাষীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।



সবশেষে তিন জন সফল মৎস্যজীবিকে সার্টিফিকেট ও ক্রেষ্ট পুরস্কৃত করা হয়।