বৃহস্পতিবার 6 মার্চ 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-06T13:56:14Z
সারাদেশ

শান্তি শৃঙ্খলা রক্ষায় সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত - BD Prokash


বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ


দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বত্র শান্তি শৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুরের সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মঙ্গলবার (৬ আগষ্ট) বেলা ১০টার দিকে উপজেলা শাখার আয়োজনে সালথা সদরের চৌধুরী বাড়ি জামে মসজিদে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Advertisement

উপজেলা জামায়াতের আমীর প্রোফেসর আবুল ফজল মুরাদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক তারিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মওলানা মোঃ আজিজুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ মওলানা মিকাইল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি চৌধুরী মাহবুব আলী (নছরু মিয়া), মাঝারদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ওয়ালিউজ্জামান, বল্লভদী ইউনিয়ন শাখার সভাপতি মওলানা আব্দুল হান্নান প্রমূখ। এছাড়া ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবুল খায়ের ও পুরুড়া মাদ্রাসার মোহতামিম মওলানা নিজামুদ্দিন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা শাখার আমীর প্রোফেসর আবুল ফজল মুরাদ বর্তমান পরিস্থিতি নিয়ে নেতা কর্মীদের দিকনির্দেশনা দিয়ে বলেন,  আপনারা কেউ বর্তমান পরিস্থিতি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং করতেও দিবেন না। সমাজে হিন্দু, বৌদ্ধ,  খ্রিস্টান, কৃষক, শ্রমিক, দিনমজুর সকল শ্রেণি পেশার মানুষেকে সমান চোখে দেখবেন এবং তাদের পাশে সদা সর্বদা সুখে দুঃখে থাকবেন। আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আমাদের আদর্শ দেখে যেন অন্যরা উদ্ধুদ্ধ হয়ে জামায়াতে প্রবেশ করে এটাই আমিরের জামায়াতের নির্দেশ। 



আলোচনা সভা শেষে জামাতের ৫ সদস্যদের একটি টিম সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী এর সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা উপজেলা নির্বাহী অফিসার কে প্রশাসনিক কাজে সর্বোচ্চ সহোযোগিতার আশ্বাস দেন।