Advertisement
মোঃ কায়সার আহম্মেদ, পাবনা সংবাদদাতাঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় পাবনার চাটমোহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চাটমোহর সরকারি কলেজের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল মজিদ।
দোয়া অনুষ্ঠানে শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরে বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনে চাটমোহরে নেতৃত্ব দানকারী ছাত্রনেতা সাজেদুর রহমান সিজান, ছাত্রদের পক্ষে সোহেল আহমেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক রকিবুল ইসলম মিলু প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম। এ জাতি তাঁদের আত্মত্যাগ কোনদিন ভুলবে না।
উক্ত অনুষ্ঠানে চাটমোহর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল ছাত্রনেতা ও কলেজের শিক্ষার্থীরা উপস্হিতি ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মতিউর রহমান মিলন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন নারিকেল পাড়া জামে মসজিদের পেশ ইমাম মো. আব্দুল মমিন।