lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-02T11:27:14Z
বিশ্ববিদ্যালয় সংবাদ

নিরপরাধ শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে পাবিপ্রবি প্রশাসনকে জানানোর নির্দেশ - BD Prokash

Advertisement


নাজমুল ইসলাম, পাবিপ্রবি: 


কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।শুক্রবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত সহযোগিতা গ্রহণের জন্য পাবিপ্রবির সহকারী প্রক্টর ড. মো. লোকমান আলী, ড. মাসুদ রানা ও মো. ইয়াহিয়া বেপারী এর সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।