lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-22T14:01:58Z
সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি নেতা'র নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন - BD Prokash

Advertisement

 

নিজস্ব প্রতিবেদক: 


মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মো: ইউসুফ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সর্বস্তরের জনগন।



বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বানিয়াজুরী বাসস্টান্ড এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। উক্ত সমাবেশে মো: ফেরদৌস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাক লুৎফর হোসেন, থানা যুব দলের যুগ্ন আহব্বায়ক তারিকুল ইসলাম নাইম, ইউপি যুবদলের সভাপতি সুজন মিয়া, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক নান্নু, সাবেক জেলা ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক মামুন, জনিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 



সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য আওয়ামীলীগের সুবিধাভোগী দোসররা এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সক্রিয় কর্মী এবং মাদক সম্রাট সায়েদুর রহমান বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতির নামে মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশনা করছে। বিগত সরকারের আমলে আওয়ামীলীগের নেতাকর্মীর সাথে আতাত করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম অত্যাচার করে আসছে। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মো: ইউসুফ আলীকে হেয় প্রতিপন্ন করার জন্য ডিস ব্যবসায়ী মালিক সেজে মিথ্যা অভিযোগ তৈরী করে সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে। তিনি অন্যের চলমান ডিস লাইনের সংযোগ কর্তন করিয়া নতুন সংযোগের জন্য এলাকার সাধারন জনগনের নিকট হতে গনস্বাক্ষর নেয়। তিনি এই গনস্বাক্ষরকে পুঁজি করে জেলা বিএনপির সভাপতি/সাধারন সম্পাদক, জেলা দায়িত্ব প্রাপ্ত সেনাবাহীনির অফিসার ও জেলা পুলিশ সুপার বরাবর এ্যাড. মো: ইউসুফ আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে।



 এসময় বক্তারা আরো বলেন,এ্যাড. মো: ইউসুফ আলীর বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং কথিত ডিস ব্যবসায়ী সায়েদুর রহমানের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাই।