lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১২ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-12T16:08:39Z
আইন শৃঙ্খলা

মহেশখালী থানায় ফিরছেন পুলিশ সদস্যরা - BD Prokash

Advertisement


নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর অরাজকতা পরিস্থিতিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেন থানা পুলিশ। 



এরপর থেকে পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের পর সারাদেশে ন্যায় সোমবার ১২ ই আগষ্ট সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে মহেশখালী থানা পুলিশ।



কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ জোগাতে শিক্ষার্থী'রা মহেশখালী কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেছেন শিক্ষার্থীরা।



এ সময় বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সৈয়দ আহমেদ সাকিব এর নেতৃত্ব নৌবাহিনীর প্রতিনিধিদল, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, ওসি তদন্ত তাজ উদ্দিন, সেকেন্ড অফিসার আসাদুর রহমান ও কর্মরত এসআই, এএসআই ও কনস্টেবলরা'সহ পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।



মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানায়, চলমান পরিস্থিতির কারণে মহেশখালীর জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক মহলসহ সকলের সহযোগিতা করেন।



এছাড়াও থানার সার্বিক নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নৌবাহিনীর সদস্য ও আনসার ভিডিপি’র সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।



পরবর্তীতে পুলিশের নতুন মহাপরিচালক (আইজিপি) ময়নুল ইসলাম সারাদেশের পুলিশকে স্ব স্ব কর্মস্থলে যোগদান করার জন্য নির্দেশ দেন। তাই গত শুক্রবার থেকে মহেশখালী'সহ দেশের সব থানার পুলিশ সদস্যরা কর্মস্থলে আসতে শুরু করেন।