lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-14T16:02:03Z
সারাদেশ

বেনাপোল মোংলা কমিউটার ট্রেন চলাচল শুরু - BD Prokash

Advertisement


বেনাপোল  প্রতিনিধি:


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কথা ভেবে গত ১৮ জুলাই থেকে ১৩ দিন খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ ছিল। গেল ১ লা আগস্ট ট্রেনটি চালু হলেও এর দুইদিন পর তা আবার বন্ধ হয়ে যায়। 



বুধবার (১৪আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন বেনাপোল থেকে সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দিয়েছে। 



বেনাপোলের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বন্ধ থাকার পর আজ বুধবার আবার খুলনা-বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ২৩৫ জন যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।