lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১২ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-12T15:50:35Z
আইন ও অপরাধ

জমি নিয়ে বিরোধে অবৈধ ভাবে চাষীর লটকন বাগান কেটে ফেলে দূর্বৃত্তরা - BD Prokash

Advertisement

 

পঞ্চগড় প্রতিনিধি:


পঞ্চগড় বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ইউনুছ আলী (৬০), এর লটকন বাগান ও আন্তর্জাতিক ফসল কাসাবা বাগান নষ্ট করে দেয় স্থানীয় পড়শী একই  ইউনিয়নের বাসিন্দা, মনিরুজ্জামান এর  পরিবারের লোকজন।



এই ঘটনায় ইউনুছ আলীর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, মোঃ ইউনুছ আলী একজন আয়ুর্বেদিক ডাক্তার,  তিনি বিভিন্ন ঔষধি গাছ সহ লটকন ও কাসাবার চাষ করেছেন। 



গত ৭-৮-২০২৪ ইং তারিখে সময় আনুমানিক দুপুর একটার দিকে মোঃ মনিরুজ্জামান ৪৫, তার পরিবারের লোকজনদের নিয়ে এই ধ্বংসত্ব কর্মকাণ্ড চালায়।



এ সময় বাধা দিতে গেলে তাদের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয় এতে করে হাকিম মোঃ ইউনুস আলী,এর স্ত্রী  পরিবারের  প্রতিবন্ধী ছেলে বৌমা ও শিশুসহ সবাইকে ব্যাপক মারপিট করে। এবং তারা গুরুতর জখম হয়। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। 



স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান মোঃ ইউনুস আলী কে দীর্ঘদিন থেকে এসব জমিনে চাষাবাদ করতে দেখে আসছি আমরা। কিন্তু হঠাৎ এখন দেখা যাচ্ছে এই জমির মালিক দাবি করছেন পড়শী আরেকজন। 



মোঃ ইউনুস আলীর অভিযোগ থেকে জানা যায়, পঞ্চগড় বোদা  উপজেলার বড়শশি ইউনিয়নের, এস,এ খতিয়ান নং ৫৩৩/দাগ  নং ৬৯৬০/  মোট জমি ১ পয়েন্ট  ৯৪ একর জমির মধ্যে পশ্চিমপাশে ০.২০ একর জমিতে বাঁশঝাড় ও ইছা আলীর বসতবাড়ি এবং এস. এ ৬৯৬২ নং দাগে মোট জমি ২.০০ একরের মধ্যাংশে ১.০০ একর জমিতে লটকন গাছ রোপন করা হয়েছে। 



এই এক বছর বয়সী প্রায় ১৮৫ টি লটকন গাছ  রাতের আঁধারে কেটে ফেলে  মৃত মেজাজ উদ্দিন এর পুত্র মোঃ মনিরুজ্জামান (৪৫) , মোঃ মিনারুল (৪০), মোঃ মোস্তাকিন (৩৮), ও মনিরুজ্জামানের স্ত্রী ফিরোজা বেগম (৪০), এরা সকলেই ষড়যন্ত্র করে এই লটকন কেটে ফেলে  এবং পানি বন্দি করে  আন্তর্জাতিক ফসল  কাসাবা বাগান নষ্ট করে  ফেলেছে এবং বিভিন্নভাবে হাকিম  মোঃ ইউনুছ আলীর  পরিবারকে জানে মেরেফেলার  হুমকি দিয়ে আসছে এবং ইউনুছ আলীর আহত সজনরা  পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । 



এ বিষয়ে ভুক্তভোগী ইউনুস আলী,  কর্তৃপক্ষের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন। এবং ক্ষয়ক্ষতি পূরণের দাবিও জানান।