lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-22T10:01:04Z
সারাদেশ

স্বামীকে হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার - BD Prokash

Advertisement


বরগুনা প্রতিনিধি:


স্বামী মাসুম বিল্লাহ হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত মাসুম বিল্লাহর বড় ভাই গোলাম কবির বাদী হয়ে বুধবার রাতে তালতলী থানায় এ হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলার আসামী মরিয়মকে পুলিশ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


 

মামলার বিবরন সুত্রে জানাগেছে, তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ গত তিন বছরে পুর্বে হুলাটানা গ্রামের কাদের হাওলাদারের মেয়ে আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বেশ কলহ চলছিল। গত ছয় মাস ধরে আকলিমা স্বামী মাসুম বিল্লাহ’র কাছে ৩৬ শতাংশ জমি দাবী করে। কিন্তু মাসুম এ জমি লিখে দিতে রাজি হয়নি।  গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্বামী মাসুম বিল্লাহকে স্ত্রী আকলিমা বেগম তার বাড়ীতে ডেকে নেয়। ওইখানে নিয়ে মাসুম বিল্লাহকে স্ত্রী আকলিমা ও তার সহযোগীরা সুকৌশলে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। পরে তারা বাড়ী থেকে পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা সংঙ্কটজনক হলে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বুধবার রাতে নিহত মাসুম বিল্লাহর বড় ভাই গোলাম কবির বাদী হয়ে দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমকে প্রধান আসামী করে তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ওই রাতেই মামলার আসামী মরিয়ম বেগমকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।



মামলার বাদী গোলাম কবির বলেন, আমার ভাইকে তার স্ত্রী আকলিমা বেগম ও তার সহযোগীরা সুকৌশলে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি। 



শারিকখালী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সোহেল মিয়া বলেন, মাসুম আমাকে ফোন করে বলে আমাকে বাচাও। আকলিমা ও তার লোকজন আমাকে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। তিনি আরো বলেন, আমি ওই ঘর থেকে মাসুমকে উদ্ধার করি। ওই সময় মাসুম বলেন, আমার দ্বিতীয় স্ত্রী আকলিমা, তার বোন মরিয়ম বেগম ও ভাই শহিদুল ইসলাম এ ঘরে ছিল। 



তালতলী থানার ওসি মোঃ শহীদুল ইসলাম খাঁন বলেন, স্বামী মাসুম বিল্লাহকে হত্যার ঘটনায় স্ত্রী আকলিমা বেগমকে প্রধান আসামী করে তিন জনের নামে হত্যা মামলা হয়েছে। আসামী গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।