Advertisement
পঞ্চগড় প্রতিনিধি,
পঞ্চগড়রে দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আছমা আক্তার আঁখি এর ফেসবুক আইডি হ্যাক থানায় অভিযোগ। অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় ১ নং অমর খানা ইউনিয়নের কাজির হাট বাজার সংলগ্ন এলাকার মোঃ আক্কাস আলীর মেয়ে আছমা আক্তার আঁখি,এর ফেসবুক আইডিটি অনুমান করা যাচ্ছে যে ২৫/০৮/২০২৪ ইং তারিখ, সময় আনুমানিক রাত নয় ঘটিকার সময় তার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে চাইলে অনেক চেষ্টা করেও কোনোভাবেই লগ ইন করতে পারে নাই। অজ্ঞাতনামা কে বা কাহারা তার উক্ত ফেসবুক আইডি হ্যাক করেছে এবং LX Shyam Sheikh এবং এই ০১৭৭৮৩৯৯৩৮১ নাম্বার থেকে আছমা আক্তার আখিকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকার এমাউন্ট দাবি করে , এবং হ্যাকার আরো বলে টাকা না দিলে তার লগ্ন ছবি বিভিন্ন ফেসবুকে পোস্ট করে তার মান সম্মানের হানি করবে। এমন তা অবস্থায় সাংবাদিক আছমা আক্তার পাখি নিরুপায় হয়ে পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ আনায়ন করেন। সাংবাদিক আছমা আক্তার আঁখি এর সন্দেহ থাকলেও কোন প্রমাণ না থাকায় কাউকে কিছু বলতে পারছে না। তাই তার নিজের মান সম্মানের ক্ষতি যেন করতে না পারে সেজন্য আইনের শরণাপন্ন হয়েছেন। এবং হ্যাকার ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই তরুণী সাংবাদিক আছমা আক্তার আখি।