Advertisement
শফিকুল ইসলাম জনি, ফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দার কুমার নদে ভেসে থাকা অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামের কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র মন্ডল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।