lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-15T04:15:56Z
আইন ও অপরাধ

আটোয়ারীতে দুই সন্তান সহ মা'কে খুন - BD Prokash

Advertisement

 

সালাম মুর্শেদী, আটোয়ারী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ


পঞ্চগড়ের আটোয়ারীতে দুই সন্তান সহ মা'কে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগষ্ট) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া গ্রামে ওই মর্মান্তিক হত্যাযজ্ঞটি ঘটে। 



নিহতরা হলেন, কুড়ুলিয়া গ্রামের বোদা বাজারের কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তসলিমা বেগম (৩৫) এবং তার দুই সন্তান সৈকত (১৩) ও সাইয়াম (৭)। 



এনিয়ে নিহতের স্বামী সেলিম প্রতিবেদককে জানান, আমি পার্শ্ববর্তী উপজেলার বোদা বাজারে কাপড়ের দোকান করি। প্রতিদিনের মতো দুপুরে খাওয়া করে দোকানে যাই। রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ি এসে দেখি আমার স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। তার স্ত্রী ও সন্তানকে হত্যার বিষয়ে কাউকে সন্দেহ করে কিনা এমন উত্তরে তিনি জানান, আমি তো অবশ্যই কাউকে না কাউকে সন্দেহ করি তবে সেটা প্রশাসনকে গোপনে বলবো। 



এনিয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, এই হত্যাকাণ্ডের খবর পেয়ে আমার সাথে সাথে ঘটনাস্থলে আসি। আমাদেরকে সহযোগিতা করার জন্য ঠাকুরগাঁও সিআইডি'র একটি টিম এখানে উপস্থিত হয়েছেন। হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। লাশগুলোর ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হবে। হত্যাকান্ডের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রকৃত আসামিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।