lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-21T12:44:23Z
সারাদেশ

পোরশায় মশিদপুর স্কুল কমিটির সকল সদস্য পদত্যাগ করেছেন - BD Prokash

Advertisement


পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ


বিধি বহির্ভূত কমিটি গঠনে গ্রামবাসীর চাপে সকল সদস্য তাদের পথ থেকে ইস্তেফা পত্র দাখিল করেছেন।গতকাল গ্রামবাসী দলবদ্ধ হয়ে মশিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের অফিসে কেন বিধি বহির্ভূত কমিটি গঠন করা হয়েছে জানতে চেয়ে তাকে কমিটি ভেঙ্গে দেওয়ার কথা বললে নোটিশের ভিত্তিতে সকলকে ইস্তেফা পত্র দাখিল করতে বলেন প্রধান শিক্ষক।



আওয়ামী লীগের দলীয় লোক তাজামুল মেম্বার কমিটির সভাপতি থাকায় এলাকাবাসী ক্ষিপ্ত। সকল অভিভাবক গ্রামবাসী তাকে পদত্যাগের কথা বললে তিনি এবং কমিটির সদস্যগণ স্বেচ্ছায় প্রধান শিক্ষকের কাছে পদত্যাগ পত্র দাখিল করেন। 



নোনাহার গ্রামের বশিরুল হক বলেন প্রধান শিক্ষক এ কমিটি রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে গঠন করেছেন। এ কমিটি আমরা মানি না এরূপ বিভিন্ন কথা বলেন এলাকাবাসী। পরিস্থিতি বেগতিক দেখে প্রধান শিক্ষক সকল সদস্যকে পদত্যাগ পত্র দাখিল করতে নোটিশ জারি করেন। প্রেক্ষিতে সকলে তারা গতকাল পদত্যাগ পত্র দাখিল করেছেন। এবং প্রধান শিক্ষককে নতুন কমিটি বিধি মোতাবেক গঠনের জন্য অনুরোধ জানান। 



সভাপতি তাজামুল এর কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন। বিধি বহির্ভূত কমিটি কেন করা হয়েছে এ প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক আল মামুন বলেন না সবাইকে জানিয়েই কমিটি করা হয়েছে।