lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১২ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-12T16:21:33Z
সড়ক দুর্ঘটনা

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত - BD Prokash

Advertisement


জহিরুল ইসলাম,যশোর প্রতিনিধি


যশোরের ঝিকরগাছায় সড়ক দূর্ঘনায় সিটি ব্যাংকের ক্যাশ এক্সিকিউটিভ অফিসার শামীমা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি যশোর নিউ মার্কেট এলাকার ফরহাদ রেজা পিকুলের স্ত্রী।



সোমবার (১২ আগস্ট) অফিস শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার সময় তারই কলিগ আরএম আবু মুছা খান এর মোটরসাইকেল করে বাসায় ফেরার জন্য রওনা দেন। পথিমধ্যে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে, যশোরগামী সিমেন্টের ব্লক বোঝায় যশোর- ট ১১-১৮৯৭ নং ট্রাকটির পিছনের চাকা তার মাথার উপর গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 



ঝিকরগাছা ফায়ার সর্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে রাস্তার পাশে রাখেন। নাভারণ হাইওয়ে থানা পুলিশের উপস্থিত হওয়ার কথা থাকলেও রাত ৮টারও তারা  উপস্থিত হয়নাই। পরবর্তীতে ঝিকরগাছা উপজেলা ফায়ার সর্ভিসের স্টেশন মাস্টার নয়ন বাবু নিহতের স্বামীর নিকট লাশ হস্তান্তর করেন বলে জানা যায়।



নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, আমি ফোনে শুনেছি। আমি আমার উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে ঘটনাস্থল পরিদর্শন করবো।