lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-27T15:38:03Z
জাতীয়

লালপুরে গত ২৪ ঘন্টায় পদ্মায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার - BD Prokash

Advertisement

 

নাটোর জেলা প্রতিনিধি:


ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে গত ২৪ ঘন্টায় ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। 



মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে নাটোর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমরান হোসেন এই তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, পদ্মা নদীর লালপুর অংশে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। পাকশী হার্ডিঞ্জ ব্রিজে গেজ মিটারের তথ্যনুযায়ী বর্তমানে বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিনে অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধির আশাঙ্কা নেই।



এবিষয়ে পদ্মানদী তীরবর্তী গৌরিপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক বলেন, নদীতে পানি কিছুটা বেড়েছে, তবে সেটা স্বাভাবিক সময়ের মতোই। তবে শুনেছি ফারাক্কার ১০৯টি গেট খোলায় নদীতে পানি বাড়ছে। ফলে আমরা ফসল নিয়ে দুশ্চিন্তায় আছি। 



লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, পদ্মা নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। তারপরও নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে।