lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-17T06:52:59Z
আইন ও অপরাধ

বিরলে পুলের নিচে অজ্ঞাত লাশ উদ্ধার - BD Prokash

Advertisement

 

সাদ্দাম হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের বিরলে অজ্ঞাত পরিচয়ের এক লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার বাজনা রেলঘুন্টি নলদিঘী গ্রামের এক পুলের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ।  



শনিবার সকালে পথচারীরা ওই পুলের নিচে লাশ দেখতে পেয়ে বিরল থানা পুলিশকে খবর দেওয়া। পরে বিরল থানার অফিসার ইনচার্জ সহ এএসআই অশীনি চন্দ্রের একটি টিম এসে অজ্ঞাত পরিচয়ের ওই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।



মেহেরুল হক নামে একজন স্থানীয় জানান, প্রতিদিনের মতো ব্যবসায়ীক কাজে দিনাজপুর সদরে যাচ্ছিলাম৷ হঠাৎ পুলের নিচে মানুষের পা দেখতে পাই৷ কাছে গিয়ে দেখি একজন মানুষের লাশ পরে রয়েছে। পরে আমাদের সাথে থাকা একজন বিরল থানা পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। 



বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মওলা শাহ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পরে অজ্ঞাত পরিচয়ের ওই লাশটি উদ্ধার করে থানার নিয়ে আসা হয়। মরদেহের প্রাথমিক সুরতহালের পরে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যালে পাঠানো হবে। এনিয়ে পুলিশের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা করা হবে বলে নিশ্চিত করেন তিনি৷