lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১২ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-12T16:16:49Z
সারাদেশ

বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে খাগড়াছড়িতে র‍্যালি ও আলোচনা সভা - BD Prokash

Advertisement

 

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 


                                                      

বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রেসক্লাব পুনর্গঠন পরবর্তী  আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই আগস্ট) সকালে  নবগঠিত প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে  এই অনুষ্ঠান সম্পন্ন হয়। 



এতে নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সমীর মল্লিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দীন মজুমদার। 



সভায় জেলার কর্মরত নয় উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  উপজেলা থেকে আসা বিভিন্ন সাংবাদিকরা তাদের দাবীদাওয়া তুলে ধরেন ও মতামত প্রকাশ করেন।



আলোচনা সভায়  বক্তারা বলেন, জেলা প্রেসক্লাব সকল সাংবাদিক এর জন্য সবসময় উন্মুক্ত থাকবে। এখানে প্রত্যেকে তার মতামত জানাতে পারবেন ।



বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিক থেকে বক্তব্য রাখেন, মো.মোবারক হোসেন, এসএস জাহাঙ্গীর আলম, মো. নুরুল আলম, দীপক সেন, কেফায়েত উল্লাহ, মো.শাহজাহান সাজু, মো. মহসিন, শ্যামল রুদ্র, নিজাম উদ্দিন লাভলু, নুরুল ইসলাম টুকুসহ  প্রমূখ।



এছাড়াও সভায় উপস্থিত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে  মো. মুন্না, মো. আফিক, মাজহারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।