lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-14T15:44:02Z
সারাদেশ

নয় দিন বন্ধ থাকার পরে আমতলী পৌরসভার কার্যক্রম শুরু - BD Prokash

Advertisement

 

বরগুনা প্রতিনিধি:


নয় দিন বন্ধ থাকার পরে আমতলী পৌরসভার কার্যক্রম বুধবার শুরু হয়েছে। গত নয় দিন আমতলী পৌরবাসীর নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিল। নাগরিক সেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।  



জানাগেছে, গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ত্যাগ করেন। ওইদিন বিএনপির নেতাকর্মীরা আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের বাসভবন ও পৌর ভবনসহ বেশ কিছু স্থাপনায় আগুন, ভাংচুর ও লুটপাট করে। ওই দিনই পৌর মেয়র মতিয়ার রহমান প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। গত নয়দিন তিনি পালিয়ে ছিলেন। এতে আমতলী পৌরসভার নাগরিকরা নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিল। বুধবার পৌর মেয়র মতিয়ার রহমান পৌর কার্যালয়ে ফিরে আসেন এবং নাগরিক সেবা চালু করেন। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। 



পৌর নাগরিক রিপন মুন্সি বলেন, নয় দিন বন্ধ থাকার পর আমতলী পৌরসভা কার্যক্রম শুরু হওয়ায় নাগরিকের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।



আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সকল কার্যক্রম শুরু করেছি। আশা করি নাগরিকদের আর কষ্ট পেতে হবেনা।