lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-21T12:58:16Z
সারাদেশ

সালথায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - BD Prokash

Advertisement


বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: 


ফরিদপুরের সালথায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজনে জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 



গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল মাতুব্বরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল আলম আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য নুরুল ইসলাম, স্থানীয় শুকুর শরীফ, আবুল বাসার, হাবিব মাতুব্বর, আব্বাছ মাতুব্বর, মো, তুহিন, ইয়াছিন শেখ, জামাত নেতা দবির মোল্যা  প্রমূখ। 



উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল আলম আজাদ বলেন, আগামী শনিবার সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির শান্তির সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধান অতিথি সিহেবে উপস্থিত থাকবেন। ওই সমাবেশ সফল করার জন্য প্রত্যেক ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।