Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালীতে রাজনৈতিক প্রতিহিংসায় মারধরের শিকারে নিহত উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিউল আলম শফি এর দাফন সম্পন্ন হয়েছে।
১৫ ই আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বড় মহেশখালী নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা নামাজ শেষে ছোট কুলালপাড়া মসজিদ সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক খাইরুল কবির নাসিরের পরিচালনায় জানাজার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন.. জেলা বিএনপি'র সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী,বাংলাদেশ জামাতে ইসলামি'র মহেশখালী উপজেলা শাখা আমির জাকির হোসেন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক নিশান, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম কাউন্সিলর, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল হক ও মরহুম শফি'র পিতা কামাল পাশা ও শফি'র ছোট ভাই দুবাই প্রবাসী শাহাজনা'সহ প্রমূখ।
উপস্থিত ছিলেন.. উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ফরিদ মিয়া আরমান, যুবদল নেতা মকসুদুল আলম নিরু, এড আজিজুল করিম জয়, ছাত্রদল নেতা রিয়াদ, আবুল হাসেম'সহ দলমত নির্বিশেষে সর্বস্থরের নেতাকর্মী'রা উপস্থিত ছিলেন।
বক্তব্যে দলীয় নেতাকর্মীরা বলেন রাজনৈতিক প্রতিহিংসায় মারধরের শিকার হয়ে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৩ ই আগষ্ট (মঙ্গলবার) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা শফিউল আলম শফি (৪০) ইন্তেকাল করেন। তিনি কামাল পাশার প্রথম পুত্র। এ সময় জানাজায় ইমামতি করেন মরহুমের মামা মাওলানা নুরুল হক।
উল্লেখ্য- গত ৫ আগস্ট রাতে পৌরসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় সাবেক এমপি আলমগীর ফরিদ গ্রুপের সঙ্গে জড়িত মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক নাহিদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শফি। চিকিৎসাধীন থাকা অবস্থায় এক অডিও বার্তায়তিনি এ সব কথা বলেন।