lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-16T15:12:49Z
আইন ও অপরাধ

আমতলীতে পাঁচ দোকান ভাংচুর লুটপাট - BD Prokash

Advertisement


বরগুনা প্রতিনিধি:


আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারের সুফিয়া মার্কেটের পাঁচটি দোকান দুর্বৃত্তরা ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দোকান মালিক ইউপি সদস্য কামাল মিয়া ও শহীদুল ইসলাম এমন অভিযোগ করেছেন।  ঘটেছে ঘটেছে বৃহস্পতিবার রাতে। 


জানাগেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আড়পাঙ্গাশিয়া বাজারের সুফিয়া মার্কেটের ইউপি সদস্য কালাম মিয়ার চারটি দোকান এবং শহীদুল টেইলার্সের একটি দোকান লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দোকান লুটপাট করেই খ্যান্ত হয়নি দুর্বৃত্তরা। তারা দোকান ঘরের নির্মাণ সামগ্রী খুলে নিয়ে গেছে। 



ইউপি সদস্য কালাম মিয়া অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির সমর্থক ওমর ফারুক, কিবরিয়া ও মিসকেতসহ ১৫-২০ দুর্বৃত্তরা আমার চারটি দোকান ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। 



আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।