lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-02T05:21:30Z
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী কবিতা গান গেয়ে শিক্ষার্থীদের আন্দোলন - BD Prokash

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার, মিথ্যা মামলা দায়ের ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদী কবিতার-গান গেয়ে ঠাকুরগাঁওয়ে রিমেম্বার আওয়ার হিরোস কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের হাজারো শিক্ষার্থী ও তাদের অভিভাবকাও অংশগ্রহণ করেন।



কর্মসূচিতে শিক্ষার্থীরা সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে লক্ষ্যে মঞ্চনাটক, প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি, মশাল ও মোমবাতি প্রজ্জ্বলন এবং ফেস্টুন নিয়ে নানা শ্লোগান দেন। এছাড়াও শহীদ ও আহত এবং ভয়ঙ্কর দিন-রাতগুলোর স্মৃতিচারণ করেন তারা।