lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-14T15:51:42Z
সারাদেশ

আমতলীতে এটিএন নিউজের সাংবাদিকের বাসায় চুরি - BD Prokash

Advertisement


বরগুনা প্রতিনিধি :


বুধবার দিবাগত রাত আনুমানিক ৪থকে ৫টায় আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের সাকিব প্লাজার পিছিনে এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মোঃ সোহাগ বিশ্বাসের বাসায় চুরির ঘটনা ঘটেছে। 



জানা যায়, সাংবাদিক সোহাগ বিশ্বাসের বাবা বুধবার রাতে ফজরের নামাজের জন্য বাসা থেকে মসজিদের জান। নামাজ শেষ করে বাসায় ফিরে পিছনের দরজা খোলা দেখতে পান এবং ভিতরে বিভিন্ন মালামাল এলোপাতাড়ি অবস্থায় দেখেন। স্টিলের আলমারিতে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা, তিন ভড়ির মত স্বর্ণের অলংকার, শাড়ি- কাপড়,ব্যাংকের চেক সহ বিভিন্ন দরকারি কাগজ নিয়ে যায়। 



বিভিন্ন থানায় পুলিশের স্বভাবিক কার্যক্রম ও পুলিশি টহল না থাকায় এমন ঘটনা ঘটছে বলে মনে করেন এলাকাবাসী। 



দুর্ধর্ষ এই চুরির ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার।