Advertisement
পাবনা প্রতিনিধি :
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাফির আহম্মেদের বাড়িতে, দিনে দুপুরে সন্ত্রাসীদের হামলায়, নগদ ৫,০০০০০।টাকা পাঁচ ভরি স্বর্ণালংকার সহ প্রায় ২০ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা বাড়ির সকল সদস্যকে জিম্মি করে প্রাণনাশের চেষ্টাকরে । আমাদের প্রতিনিধি, ঘটনা স্থলে গেলে, উক্ত চেয়ারম্যানের স্ত্রী মোছা: রহিমা বেগম এই প্রতিবেদককে জানিয়েছেন, আত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী আমিন মিরের ছেলে,মো: সবুজ মির, এবং শাহাদাত, বাবুল বি ডি আর, সহ প্রায় ৩০ জনের একটি দল, গত ৫ ই আগস্ট বিকেল ৪ ঘটিকার সময় বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, এবং আমার স্বামীকে খুঁজতে থাকে এবং বলতে থাকে চেয়ারম্যান কই চেয়ারম্যানের রক্ত খাব,ঐ সময় চেয়ারম্যান বাড়িতে না থাকায়,তার ছেলেমেয়েদের জিম্মি করে, ঘরে থাকা নগদ পাঁচ লক্ষ টাকা, পাঁচ ভরি স্বর্ণ অলংকার এন্ড্রয়েড মোবাইল ফোন সহ বাড়ির আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এবং কিছু কিছু আসবাবপত্র ভেঙে তছ নছ করে দেয়, যেমন আইপিএস এর সেকশন, সোলার প্যানেল, ওয়াশিং মেশিন, বাত টেপ, বেসিন সহ দরজা জানালার গ্লাস ভাঙচুর করে। এবং হুমকি দিয়ে যায় প্রশাসনের কাছে অভিযোগ করলে সবাইকে প্রাণে মেরে ফেলা হবে। আমরা এখন পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করছি, যে আমাদেরকে নিরাপত্তা দিয়ে স্বস্তিতে বসবাস করার সুযোগ করে দিন।