Advertisement
আলী রেজা রাজু,ঢাকা : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ধলেশ্বরী নদীর উপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ রফিক উদ্দিন আহমেদ এর নামে ২০০০সালে নির্মিত “শহীদ রফিক সেতুর” টোল আদায় দীর্ঘ ২৪ বছরেও বন্ধ না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিংগাইরের কোটা আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা,পরিবহনের ড্রাইভার, হেল্পার ও এলাকার সাধারণ জনগণ।
শহীদ রফিক সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে বেলা ৩টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কের ভূমিকায় ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রুমির সঞ্চালনায় টোল মওকুফের দাবি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ আসিফ, মোঃ মিরাজ, মোঃ রনি, জয় ইউনুস, মোঃ আবীর আহমেদ,মোঃ সাইদুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন- আর কখনো এই সেতুর টোল আদায় করতে দেয়া হবেনা। এছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জানা যায়,২০০০ সালে ততকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থল ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ৩০৭ মিটার দৈঘের্যর ভাষা শহীদ রফিক সেতুর উদ্বোধন করেন । ২০১৩ সালে সাবেক সড়ক পরিহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সেতুতে ৩ চাকা বিশিষ্ট পরিবহনের টোল মওকুফ করা হয় । কিন্ত বন্ধ হওয়ার কিছুদিন পরেই ঢাক-ঢোল পিটিয়ে পুনরায় টোল আদায় করা শুরু হয়। সেই ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত চলছে এই অবৈধ টোল আদায়। সাধারণ মানুষের বিভিন্ন সময়ে করা বিক্ষভ মিছিলেও কোনো কাজই হয়নি। তাই বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ভাষা শহীদ রফিক সেতুর টোল মওকুফ প্রানের দাবি হয়ে দাঁড়িয়েছে।
টোল মওকুফ বিক্ষোভ কর্মসূচি সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েম বলেন, সিংগাইর তথা মানিকগঞ্জ এর সাধারণ মানুষের প্রানের দাবি এই সেতুর টোল মওকুফ করে দেয়া। তাই কর্তৃপক্ষের কাছে ভাষা শহীদ রফিক সেতুর টোল অনতিবিলম্বে মওকুফ ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি।