lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-07T12:36:42Z
সারাদেশ

পঞ্চগড় ক্রপ প্রোটেকশন অফিসাস এসোসিয়েশনের নিজ অর্থায়নে ছাত্রদের মাঝে ছাতা বিতরণ

Advertisement


মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় :


ক্রপ প্রোটেকশন অফিসাস এসোসিয়েশন পঞ্চগড় আয়োজনে মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন কারী ছাত্রদের  মাঝে ছাতা বিতরণ করেন। 



বর্তমানে পঞ্চগড়ে কখনো বৃষ্টি আবার কখনো রোদ, এই রোদ - বৃষ্টিকে উপেক্ষা করেই আনসার ও ছাত্ররা  পঞ্চগড় শহরের যানবাহন চলাচল সাভাবিক রাখতে  নিজ দায়িত্বে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। 



এ সময় উপস্থিত থেকে সড়কে কর্মরত আনসার ও ছাত্রদের  মাঝে ছাতা বিতরণ করেন ক্রপ প্রোটেকশন অফিসাস এসোসিয়েশন পঞ্চগড় জেলার সভাপতি  আনোয়ারুল আজিম আনোয়ার, সদস্য সচিব আহসান হাবিব ,অর্থ বিষয়ক সম্পাদক  রবিউল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিয়া , তথ্য ও প্রচার সম্পাদক সেলিম রেজা। নিজ অর্থায়নে তারা এই সব ছাতা  বিতরণ করেন।