lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-27T16:35:44Z
সারাদেশ

জেলা প্রশাসকের ভূমিকায় কেন্দ্রের আগেই আন্দোলন প্রত্যাহার করেছে পিরোজপুর পবিস

Advertisement


পিরোজপুর প্রতিনিধি: 


গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) একীভূতকরণ সহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় পিরোজপুর পবিস এর ডাকা গণপদত্যাগ ও গণছুটি কার্যক্রম প্রত্যাহার করা হয়েছে। এ কর্মসূচি প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্ত আসার আগেই পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে কর্মসূচি প্রত্যাহার করেছে পিরোজপুর পবিস এর কর্মকর্তা ও কর্মচারীরা। 



পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পবিস এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচির বিষয়ে জানার পর তাৎক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করেন। এ সময় আন্দোলনকারীদের সাথে কথা বলার পর তিনি তাদেরকে বুঝাতে সক্ষম হন যে সরকার পর্যাক্রমে তাদের দাবিগুলো বাস্তবায়ন করবে। এরপরই তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন তারা।



এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের নবযোগদানকৃত চেয়ারম্যান আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়ায় পবিস কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলন তাদের দেশব্যাপী কর্মসূচি প্রত্যাহার করেছে।