lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-23T05:25:25Z
জাতীয়

মহেশখালীগামী গামবোট থেকে ছিটকে পড়ে এনজিও কর্মী নিখোঁজ!

Advertisement


 

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

কক্সবাজার জেটিঘাট থেকে মহেশখালীগামী যাত্রীবাহী গাম বোট থেকে ছিটকে পড়ে নিখোঁজ রয়েছে এনজিও কর্মীমনির উদ্দিন। তিনি হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা এলাকার কাজী নুর আহমদ এর পুত্র। ঘাটের কর্তৃপক্ষের দায়সারা বক্তব্যে পরিবারের পক্ষ থেকে উদ্ধারে তল্লাশি চলছে বলে জানা গেছে।


২২ ই আগষ্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।


যাত্রীরা জানান, ট্রলারটি ৫০-৫৫ জন যাত্রী নিয়ে কক্সবাজার ৬নং ঘাট থেকে মহেশখালী জেটিঘাটের উদ্দেশে যাচ্ছিল। নদীর স্রোতে ট্রলারটিতে বাঁকখালী মহোনায় ধাক্কা লাগে ৩/৪ জন যাত্রী পড়ে যায়। সঙ্গে সঙ্গেই ট্রলারটি ২ জন যাত্রী সাঁতার কেটে বোটে উঠতে সক্ষম হলেও অন্তত ২ জন যাত্রী নিখোঁজ হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করে নিখোঁজ কাউকে উদ্ধার বা একজনকে শনাক্ত করা যায়নি, বোটটি ঘাটে ফিরে আসে।


জানা যায়, ট্রলারটির যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহেশখালীর বিভিন্ন এলাকার দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে মহেশখালী জেটিঘাটে ভিড় করছেন তাদের স্বজনরা। নিখোঁজদের মধ্যে রয়েছেন কোস্ট ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্পের এনজিওকর্মী মনির উদ্দিন। দুর্ঘটনাকবলিত ট্রলার থেকে বেঁচে আসা যাত্রীরা জানান, প্রায় ৫০/৫৫ জন যাত্রী নিয়ে ৬নং জেটিঘাট থেকে ট্রলারটি মহেশখালী ঘাটের দিকে আসছিল। মাঝ নদীতে যাত্রীবাহী মোহনায় ত্রিমুখী ধাক্কা দেয়। গামবোট থামানোর চেষ্টা করেনি চালক। দ্রুতগতিতে যাত্রী পড়ে যায়, খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৪/৫ হাজারের বেশি মানুষ যাতায়াত করে।


মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মীকি মারমা জানান. নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ইতি মধ্যেই ৪টি বোট দিয়ে উদ্ধার অভিযোগ চলমান রয়েছে।