lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-21T03:52:47Z
গণমাধ্যমমানববন্ধন

গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে পাবনায় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Advertisement


 


আলমগীর হুসাইন অর্থ:

সম্প্রীতি বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সান, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম, রেডিও ক্যাপিটাল সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠান হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদ  ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে  পাবনায় গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে। ২০ আগষ্ট ( মঙ্গলবার)  দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 



মানববন্ধনে নিউজ টুয়েন্টিফোর এর পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানার সঞ্চালনায বক্তব্য দেন প্রবীন সাংবাদিক আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের  সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি  সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুল ইসলাম রেমন, সাংবাদিক আবুল কালাম আজাদ, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শাহিনুর রহমান, কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রবীর  সাহা, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল,আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামসুর রহমান, পাভেল মৃধা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক  সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 



মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  সেই সাথে দেশের বিভিন্ন স্থানে চলমান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে এসকল ঘটনার সাথে জড়িত দের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।