Advertisement
মোঃ মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির রামগড়ের বিভিন্ন এলাকা, শান্তি সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাঠিরাঙ্গা জোনের উদ্যোগে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর মাঠিরাঙা জোনের ক্যাপ্টেন মোঃ আহাত এর নেতৃত্বে ২৩ আগস্ট শুক্রবার দুপুরে সেনাবাহিনীর একটি দল বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করে খোজ খবর নেন।এসময় রামগড় পৌর এলাকারপাইন্দা ও মাস্টার পাড়া নামকস্থানে পাহাড়ী বাঙ্গালী ৩০টি সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পরিদর্শ শেষে ক্যাপ্টেন আহাত বলেন বন্যায় প্লাবিত হওয়া জনসাধারণকে পানি কমার আগ পযন্ত আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ দেন, এবং জনগনের জান মাল নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে ছিলো এবং থাকবে বলে এ আশ্বাস দেন।
যথা সময়ে সেনাবাহিনীর এমন মহৎ সহযোগিতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ত্রান পাওয়া পরিবারগুলো।
ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সার্কেল ইনচার্জ (সার্জেন) মোঃ রাশেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইসমাইল হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রামগড় পৌর শাখার সভাপতি মোশাররফ হোসেন, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম সহ সেনা সদস্য বৃন্দ।