Advertisement
গাবতলী বগুড়া প্রতিনিধিঃ গাবতলী মহিষাবান দারুন উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসার আগামী ৩ মাসের জন্য মহিষাবান ইউনিয়ন বাসি সর্বসম্মতি কর্ম এডহক কমিটি অনুমোদন । শুক্রবার সন্ধ্যায় জরুরি সভা আয়োজন করে এ কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটি সভাপতি আব্দুর রাজ্জাক সহ সভাপতি জহুর আহম্মেদ টপি, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সহ সাধারণ সম্পাদক আবু মূসা, কোষাধ্যক্ষ নুর আলম সহ কোষাধ্যক্ষ রবিউল ইসলাম সহ ৫১ বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল, ইউপি সদস্য শাজাহান আলী, সিরাজ মাস্টার, খোকা মাস্টার, মুক্তারুজ্জামান মাস্টার, মুহতামিম রেজাউল করিম আরিফ,এছাড়া হাসানুর আক্কাস, আব্দুল হান্নান, খায়রুজ্জামান।
অত্র মাদ্রাসার সাবেক বর্তমান অনেক ছাত্র ও ইউনিয়ন বাসি উপস্তিতি ছিলেন।