lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-25T15:25:01Z
ব্রেকিং নিউজ

লালপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Advertisement


 


নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলী আক্তারীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।রবিবার (২৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে লালপুর-বাঘা সড়কে একর্মসূচি পালন করে তারা।এ সময় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন প্লাকার্ড ও স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান,  প্রধান শিক্ষক জলী আক্তারী বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ তুলেন শিক্ষার্থীরা।

অভিযোগ অস্বীকার করে পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলী আক্তারী বলেন, আমার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। স্কুলের কতিপয় কয়েকজন শিক্ষক ষড়যন্ত্র করে কচিকাঁচা ছেলে-মেয়েদের উস্কানি দিয়ে মিছিল করিয়েছে। 

এবিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধাকে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।