lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-26T13:20:44Z
ধর্মীয় উৎসব

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

Advertisement


  

মো: মজিবর রহমান, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে কৃৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সোমবার পৌর শহরের মন্দিরপাড়া এলাকায় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি এডভোকেট শেখর কুমার রায়ের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, এনএসআই'র, জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাসুদেব ব্যানার্জি, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, ঠাকুরগাঁও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, ঠাকুরগাঁও জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অরুন কুমার রায়, ঠাকুরগাঁও জেলা যুব মহাজোটের সভাপতি জয় মহন্ত অলক, জাকের পার্টির হিন্দু ভক্ত ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা সভাপতি কেশব শর্মা প্রমুখ। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।