lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-25T03:07:14Z
মানববন্ধন

সুজানগরের সাতবাড়ীয়ায় পদ্মা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন

Advertisement


 

এম মনিরুজ্জামান, পাবনা: 

"নদী ভাঙ্গন ঠেকাও, সাতবাড়ীয়া বাঁচাও"প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা নদীর ভাঙ্গন হতে সাতবাড়ীয়া বাজার ও গ্রাম রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া কাঞ্চন পার্ক ও মাছের আড়ত সংলগ্ন এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পদ্মা নদী সংলগ্ন মাছের আড়তের সভাপতি দেলোয়ার হোসেন ঝন্টু, মৎস্যজীবী ইবাদুল ইসলাম, ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নাবিয়া খাতুন, সালমা খাতুন, নুর মোহাম্মদ মন্ডল, নায়েব আলী, আলী মন্ডল, আমিন উদ্দিন খান, বক্কার প্রমুখ। বক্তরা বলেন, অতিদ্রুত তম সময়ের মধ্যে যদি সাতবাড়ীয়ার কাঞ্চন পার্ক থেকে মাছের আড়ত পর্যন্ত জিও ব্যাগ না দেওয়া হয়, তাহলে এলাকার অনেক বসত বাড়ি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাবে। সেই সাথে কাঞ্চন পার্ক সংলগ্ন বেড়ীবাঁধ ভেঙে সাতবাড়ীয়া বাজার, কলেজ, উচ্চ বিদ্যালয়,বালিকা বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ, মন্দির সহ অসংখ্য বসত বাড়ি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হবে।তারা আরও বলেন, ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে, যেন অতিদ্রুত তম সময়ে মধ্যে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ দেওয়া হয়।