lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-15T15:52:00Z
সারাদেশ

গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে বিচারের দাবীতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী

Advertisement


মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ


ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে এবং বিচারের দাবীতে কুড়িগ্রাম জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্তরে এসে অবস্থান কর্মসূচী পালন করে। 



বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি "মোঃ আমিমুল ইহছান",সাধারণ সম্পাদক "হাসান জোবায়ের হিমেল" সাংগঠনিক সম্পাদক "মোঃ আরমান হোসেন"সহ-সভাপতি "হাবিবুর রহমান রুবেল " যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন মিয়া"ছাত্রদল নেতা "ইসতিয়াক জামান অয়ন"ছাত্রনেতা সাজেদুল ইসলাম হেভেন,ইমরুল হাসান সাজন,ইশরাক জামান অদিত্য প্রমুখ। 



এ-সময়,সদর থানা ছাত্রদলের সভাপতি আবু সায়িদ শিথিল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ও কলেজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 



এ-সময় বক্তারা বলেন, ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে তাদের এ দেশের মাটিতে বিচার করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা এই হত্যাকা- চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।