lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-24T11:09:59Z
গণমাধ্যম

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) 'র উপদেষ্টা হলেন আনিসুর রহমান আনিস

Advertisement


 


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সংবাদ প্রতিনিধি সংস্থা'র সভাপতি ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আনিসুর রহমান আনিস বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সম্মানিত উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ২১ শে আগস্ট বিএমএসএস কার্যকরী পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।


বিএমএসএস এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি'র কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সম্মানিত উপদেষ্টা হিসেবে জনাব আনিসুর রহমান আনিসকে সম্মানিত উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।


নির্যাতিত, নিপীড়িত, অসহায় বঞ্চিত মানুষের কল্যাণে সমগ্র বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে গঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর উপদেষ্টা নিযুক্ত করার বিষয়ে গত ২১ আগস্ট বুধবার কার্যকরী পর্ষদের মিটিংয়ে বাংলাদেশ সংবাদ প্রতিনিধি সংস্থা (Bangladesh Newspaper Representative Society) এর সভাপতি জনাব আনিসুর রহমান আনিস এর নাম প্রস্তাবনা করলে এক তৃতীয়াংশ কার্যকরী পর্ষদের সদস্যগণের সম্মতিক্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সম্মানিত উপদেষ্টা হিসেবে জনাব আনিসুর রহমান আনিস উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। 


বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেন্দ্রীয় কার্যকর পরিষদ, নীতি-নির্ধারণী পরিষদ, সাধারণ পরিষদ, কেন্দ্রীয় কমিটি, জেলা- উপজেলা কমিটির সদস্যগণ সম্মানিত উপদেষ্টা জনাব আনিসুর রহমান আনিস কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 


উপদেষ্টা হিসেবে আনিসুর রহমান আনিস নিযুক্ত হওয়ায় সংগঠনটির চেয়ারম্যান মো.সুমন সরদার বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি আপনার দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ মতামত নিয়ে গণমাধ্যমকর্মীদের গণদাবী প্রতিষ্ঠাসহ সমাজের সর্বাঙ্গীন কল্যাণময় কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করি।