lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-27T15:50:45Z
আইন ও অপরাধ

রামগড়ে সন্ত্রাসী কর্তৃক নারী গণধর্ষণের প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পিসিএনপির মানববন্ধন

Advertisement


মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ


                                                        

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ২নং ইউনিয়ন এর দূর্গম কালাপানি এলাকায় স্বামীকে অমানসিক নির্যাতন করে বেঁধে রেখে উপজাতি সন্ত্রাসীরা স্ত্রীকে গণধর্ষণ করে। প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রামগড় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মঙ্গলবার (২৭ আগষ্ট)  বিকালে বাজারস্থ রামগড় উপজেলা প্রেসক্লাবের সম্মুখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পৌর কমিটির সভাপতি মোশারফ হোসেন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. নিজাম উদ্দিন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মহিলা পরিষদ সভাপতি হাসিনা বেগম, সাধারণ সম্পাদক জোহরা বেগম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের, সিনিয়র সহ সভাপতি মোঃ হানিফ, সাধারণ সম্পাদক মহিনউদ্দিন দুলাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর রামগড় পৌর শাখার সিনিয়র সহ সভাপতি মাও. এমদাদুর রহমান, সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রামগড় উপজেলা সভাপতি সালমা আক্তার এবং পৌর কমিটির সভাপতি নুরজাহান বেগম প্রমুখ।



বক্তারা, অবিলম্বে গণধর্ষণের সাথে জড়িত আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাদাবাজি বন্ধ এবং প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলিতে পুনরায় সেনা ক্যাম্প স্থাপন করারও দাবী জানিয়েছেন।



এসময় পিসিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শ্রম ও পেশার মানুষ, সুশীল সমাজ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।