lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-25T15:47:25Z
ব্রেকিং নিউজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২ পরিবারকে জামায়াত ইসলামীর অনুদান প্রদান

Advertisement
 


মোঃ রিপন হাওলাদার, বেতাগী উপজেলা প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবারদের আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ আগস্ট) সকাল ১১টায় আছমত আলী কলেজের শিক্ষক মিলনায়তনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এ অনুদান হস্তান্তর করেন। বরগুনার মো. টিটু হাওলাদার ও মো. লিটন মাতুব্বরকে ২ লাখ করে ৪ লাখ টাকা দেন জামায়াত। নিহত টিটু বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা গ্রামের ছেলে। তিনি অ্যাম্বুলেন্স চালক ছিলেন। এছাড়া নিহত মো. লিটন মাতুব্বর নিলখোলা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্নার সঞ্চালনায় ও উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা জামায়াতের সেক্রেটারি শায়খ আফজালুর রহমান, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, হোসনাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফুয়াদ প্রমুখ। এসময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ পরিবার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।