Advertisement
হৃদয় হোসাইন, বিশেষ প্রতিবেদক:
এক সপ্তাহ পুর্বে ভারতের ত্রিপুরার ডম্বুর গেট খুলে দেওয়ায় ভয়াবহ বন্যায় প্লাবিত হয় বাংলাদেশের ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলা। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় ৩০ লক্ষাধিক মানুষ। এমতাবস্থায় বন্যার্তদের উদ্ধার, উদ্ধার পরবর্তী পুনর্বাসন ও খাদ্য সহায়তা প্রদানে যৌথবাহিনী, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন, রাজনৈতিক দল সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করছে।
এরই অংশ হিসেবে বন্যার্তদের সহযোগিতার লক্ষ্যে পাবনার বিভিন্ন স্থানে অনুদান সংগ্রহ করেছে তরুণ শিল্পী সমাজ।পাবনা শহরের বিভিন্ন এলাকার দোকানে দোকানে ও রাস্তায় চলাচল করা মানুষের কাছ থেকে তারা এই অনুদান সংগ্রহ করেছেন। সেই সাথে সকলকে শুনাচ্ছেন দেশাত্মবোধক ও জনসেবামুলক গান। এসময় সাধারন মানুষ তাদের গান শুনতে ও নিজেরা অনুপ্রাণিত হয়ে তাদের সেবা করতে দেখা গেছে।