lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-26T12:11:10Z
অর্থ ও বানিজ্য

আমতলীতে মহাসড়কের পাশে অবৈধ হাট, সড়ক দুর্ঘটনায় আশঙ্কা

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:-

পটুয়াখালী-আমতলী মহাসড়কের সিকদার বাড়ী নামক স্থানে প্রভাবশালীরা অবৈধ হাট বসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী খেকুয়ানী বাজারের ইজারাদার মোঃ শাহ আলম আকন সোমবার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন। সড়কের পাশে হাট বসায় সড়ক দুর্ঘটনার বেশ ঝুঁকি রয়েছে। 


জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী হাট ১৯৭০ সালে স্থাপন করা হয়। ওই হাটটি সাপ্তাহিক সোমবার বসে। ওই হাট থেকে সরকারী প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করেন। ওই হাটে প্রতি সোমবার হাজার হাজার লোক সাপ্তাহিক বাজার সওদার করতে আসেন। কিন্তু গত পাঁচ বছর ধরে খেকুয়ানী হাটের ৩০০ মিটার দুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের পাশে সিকদার বাড়ী নামক স্থানে স্থানীয়  প্রভাবশালী আনোয়ার সিকদার অবৈধভাবে হাট বসিয়েছেন। ওই হাট সোমবার বসে। কিন্তু হাট থেকে সরকার কোন রাজস্ব পাচ্ছেন না। এতে সরকারী নির্ধারিত হাট খেকুয়ানীতে বেশ সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে খেকুয়ানী হাট ইজারাদারকে। এ ঘটনায় খেকুয়ানী হাট ইজারাদার শাহ আলম আকন সোমবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের কাছে অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ওই হাট উচ্ছেদ করতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসানকে নির্দেশ দিয়েছেন।


খেকুয়ারী হাট ইজারাদার মোঃ শাহ আলম আকন বলেন, আমতলী-পটুয়াখালী মহাসড়কের শিকদার বাড়ী নামক স্থানে প্রভাবশালী আনোয়ার সিকদার অবৈধভাবে সোমবার সাপ্তাহিক হাট বসিয়েছেন।এতে সাপ্তাহিক হাট খেকুয়ানীকে বেশ সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, খেকুয়ানী হাট থেকে সিকদার বাড়ী স্টান্ড মাত্র ৩০০ মিটার। একই দিনে এতোটুকু দুরত্বে হাট বসায় খেকুয়ানী হাটে বেশ সমস্যা হচ্ছে। দ্রæত এ হাট উচ্ছেদের দাবী জানিয়েছেন তিনি।


আনোয়ার হোসেন সিকদার বলেন, ওই  হাট আমি বসাইনি। চাওড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আহম্মদ মোল্লা বসিয়েছেন। 


আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। ওই অবৈধ হাট উচ্ছেদ করতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।