lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-26T02:49:59Z
গণমাধ্যম

রংপুর প্রেসক্লাবের বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Advertisement


  


রবীন্দ্রনাথ সরকার রিপন, রংপুর:

রংপুর প্রেসক্লাবের অনিয়ম,বৈষম্য  ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বৈষম্য বিরোধী সাংবাদিকরা  মানববন্ধন ও স্মারকলিপি  প্রদান করেন। ২৫আগষ্ট (রোববার) দুপুর আড়াইটায় রংপুর নগরীর কাচারি বাজার জিরো পয়েন্ট মোড়ে এ প্রতিবাদ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তথ্য  ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। 



মানববন্ধনে রংপুর প্রেসক্লাব কে বৈষম্যমুক্ত করতে ৫দফা দাবি তুলে ধরা হয় ।এতেন বলা হয় ৫৯ বছরের অনিয়ম বৈষম্য দুর করে জেলায় কর্মরত সকল সাংবাদিককে অন্তর্ভুক্ত করার আগে বর্তমান ফ্যাসিস্ট কমিটি বাতিল করে আহবায়ক কমিটি দিতে হবে। গঠনতন্ত্রে কালাকানুন ও কুক্ষিগত ক্ষমতার কারনে রংপুরে কর্মরত জনপ্রিয় ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার মুলধারার ২ শতাধিক সাংবাদিক অধিকার বঞ্চিত, বৈষম্যের শিকার।


 মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক এস.এম জাকির হুসাইন, শরিফা বেগম শিউলি,  আতিকুর রহমান আতিক,শহিদুল ইসলাম, এনামুল হক স্বাধীন, রবিন চৌধুরী রাসেল, রিপন, মেহবুব পারভেজ সুমন, মেহেদী হাসান মুন, জুয়েল মাজহারুল, সৈয়দা কনক শিল্পী আক্তার সহ বৈষম্য বিরোধী সাংবাদিকবৃন্দ।


এসময় বক্তারা বলেন,  প্রতিষ্ঠানটির নিয়মিত অডিট না হওয়ায় কোটি কোটি টাকার দুর্নীতি  হয়েছে। ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, যদি এ সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেয়া না হয়, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।