Advertisement
মোঃ হাসান মিয়া,স্টাফ রিপোর্টার
বুধবার (০৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।কেন্দ্রঘোষিত সমাবেশ ঘিরে এদিন দুপুর থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করতে যেমন বাধা-হয়রানির শিকার হতেন, আজ সেগুলোর কিছুতে ভুগতে হয়নি তাদের এবং কোন বাধা নেই ।
এছাড়া নয়াপল্টন ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্র নেতারা বক্তব্য দিয়েছেন । তবে সমাবেশস্থল ঘিরে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকেই উপস্থিত থাকতে দেখা যায়নি। যদিও এর আগে গত এক দশক ধরে দেখা গেছে দলটির কার্যালয় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখতো। এবার কোনো প্রকার বাধা-বিপত্তি ছাড়াই বিএনপি তাদের সমাবেশ চালিয়ে যাচ্ছে।এ সময় মঞ্চ থেকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য দেশের ছাত্রসমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা।এরই মধ্যে নয়াপল্টন নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো নয়াপল্টন। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করছেন।